করোনায় মৃতের সংখ্যায় ইরানকে ছাড়াল ইতালি

0
236

খুলনাটাইমস বিদেশ : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। মঙ্গলবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘন্টা নতুন করে আরও ২৭ জন মারা গেছে। ফলে করোনায় মৃত্যুর সংখ্যায় ইরানকে ছাড়িয়ে গেলো ইতালি। সংবাদমাধ্যমটি জানায়, সোমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬ জন। যা মঙ্গলবারে বেড়ে দাঁড়িয়েছে ২৫০২ জনে। করোনাভাইরাস মোকাবিলায় ইতালির লোম্বারদিয়া, ভেনেতো, পিওমন্তে ও ভেনেসিয়া অঞ্চলে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইতালির ভেনিস উৎসবসহ ফুটবল লীগ, নাইট ক্লাব ও জাদুঘর বন্ধ রয়েছে। আক্রান্ত এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করতে নিষেধ করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৭৭ জন। এর আগে, সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়।