করোনায় আরও সাড়ে ১৪ হাজার মানুষের মৃত্যু

0
139

টাইমস বিদেশ : বিশ্বে করোনায় একদিনে আরও সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এ নিয়ে মোট মৃত্যু ২২ লাখ ৬২ হাজারের বেশি। মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে ১০ কোটি ৪৩ লাখ। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। যা গত পাঁচদিনের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৭ হাজারের বেশি। যুক্তরাজ্যে একদিনে মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার। ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমবারের মতো কোন টিকা ব্যবহারের অনুমোদন দিল। শুরুর দিকে স্বাস্থ্যকর্মী ও সীমান্তরক্ষীদের টিকা দেয়া হবে। তবে কবে নাগাদ টিকার প্রয়োগ শুরু হবে তা নিশ্চিত করা হয়নি। দেশটিতে করোনা আক্রান্ত দুই হাজারের বেশি। এদিকে রাশিয়ার স্পুৎনিক-ফাইভ টিকার অনুমোদন দিতে যাচ্ছে করোনায় বিপর্যস্ত মেক্সিকো। এরইমধ্যে স্পুৎনিকের ৪ লাখ টিকার ডোজ সরবরাহে চুক্তি সই করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।