করোনাভাইরাস নিয়ে চিঠি লিখলেন মোদি

0
202

খুলনাটাইমস বিদেশ : বিশ্বের যে ২০ দেশে করোনাভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলার আশঙ্কা আছে, সে তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে ভারত। জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে বলে এনডিটিভি জানিয়েছে। এমন খবরের মধ্যেই জানা গেল, চীনকে সাহায্যের প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় চীনকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন মোদি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে লেখা মোদির চিঠিতে বলা হয়েছে- চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেছে ভারত। এই আতঙ্ককে মোকাবেলা করতে চীনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ভারত। উল্লেখ্য, করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনে, চীনের হুবেইপ্রদেশের উহানেই যার জন্ম। এর পর তা দ্রুত বিশ্বের ২৮ দেশে ছড়িয়ে পড়ে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে চীনের মূল ভূখণ্ডেই এ পর্যন্ত ৯০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এখন ৪০ হাজার ১৭১ জন। এ ছাড়া আরও ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসটির বিস্তারের তালিকায় চীনের পর এখন দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। সেখানে আক্রান্ত হয়েছে ৯০ জন। তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। সেখানে সর্বশেষ বাংলাদেশিসহ মোট আক্রান্ত হয়েছে ৪৩ জন। ব্রিটেনে এখনও পর্যন্ত ৪ জন আক্রান্ত হয়েছেন। এদিকে জার্মান গবেষকদের করা তালিকায়, করোনাভাইরাস দ্রুত ছড়াতে পারে এমন ২০ দেশের মধ্যে ভারতের নাম উল্লেখ করা হয়েছে। জার্মানির ওই বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ সূচকের একদম ওপরে আছে থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া। ভারতের অবস্থান ১৭-তে। সমীক্ষাটি মূলত করা হয়েছে চীন থেকে বিশ্বের সব দেশে কোনো ব্যক্তির যাওয়ার ওপর ভিত্তি করে। সমীক্ষায় ভারতের কেরালা রাজ্যে ৩ জন আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যারা গত ১ ও ২ ফেব্রুয়ারিতে চীন থেকে ভারতে আসা প্রায় ৬০০ জনের মধ্যে ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীনফেরত এসব ভারতীয় দিল্লি ও হরিয়ানার মানেসরে দুটি আলাদা শিবিরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তারা।