ওষুধ প্রশাসনের উদ্যোগে ভ্যাটেনারি দোকানে অভিযান : দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
629

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীতে ওষুধ প্রশাসনের উদ্যোগে ভ্যাটেনারি দোকনগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ভ্যাটেনারি দোকানে রেজস্ট্রি বিহীন ওষুধ জব্দ  ও মজুদ রাখার অপরাধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৫ হাজার জরিমানা প্রদান করা হয়। সাথী পোল্ট্রি কমপ্লেক্সকে ৩ হাজার টাকা ও হোসেন এ- ব্যাদার্স (আফতাফ পোল্টি ফার্ম)কে ২ হাজার টাকা করে জরিমানা করেন। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুসমিতা সাহা। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নগরীর বিকেলে ফারাজী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ এ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুসমিতা সাহার নেতৃত্বে নগরীর ভ্যাটেনারি দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোসেন এ- ব্যাদার্স (আফতাব পোল্টি) ও সাথী পোল্ট্রি কমপ্লেক্স দোকানে রেজিস্ট্রি বিহীন ওষুধ জব্দ করা হয়। যা বেআইনী ভাবে তারা দোকানে মজুদ করে বিক্রি করে আসছিলো। পরে ভ্রম্যমান আদালত পরিচালনা করে আফতাব পোল্ট্রি দোকানীকে ২ হাজার টাকা ও সাথী পোল্ট্রি কমপ্লেক্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত রেজিস্ট্রিবিহীন ওষুধগুলো বিনিস্ট করার আনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রানী সম্পদ কর্মকর্তা অরুক কান্তি মন্ডলসহ স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।