এ্যাড. নীল কমলে পরলোক গমন

0
221

খবর বিজ্ঞপ্তি:
এ্যাড. নীল কমল বিশ্বাস(৭১) আর নেই। তারপুত্র পার্থ প্রতীম হীরক বিশ্বাস জানান, শনিবার বেলা ১১ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি আয়কর প্রতিষ্ঠান নীল কমল পার্থ এন্ড এ্যাসোসিয়েট এর মালিক ও কে এম আলম এন্ড কোং এর খুলনা ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জ। তিনি জেলা আইনজীবি সমিতির সদস্য ও খুলনা কর বারের প্রাক্তন সহ সভাপতি। ১৯৪৯ সালে নড়াইল জেলায় জন্ম গ্রহন করেন। তার পিতা নরেন্দ্র নাথ বিশ্বাস পেশায় কাঠমিস্ত্রী। তিনি ১৯৬৬ সালে নড়াইল গাজীরহাট সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়াল কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও বিএ স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি সরকারি ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। ১৯৯৪ সাল থেকে তিনি আইনজীবি পেশায় যুক্ত রয়েছেন। তার বর্তমান ঠিকানা ছিল খুলনা মহানগরীর বাগমারা জাহিদুর রহমান ক্রস রোড, বাসা নং ২২/১। তার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া ও প্রার্থনা চেয়েছেন তার পুত্র কর আইনজীবি পার্থ প্রতীম হীরক বিশ্বাস। তার দুই মেয়ে মুক্তা বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ কমপ্লিট করেছেন। বর্তমানে বিবাহিত। প্রীতিলতা কমল বিশ্বাস, এ্যাকাউন্টিং এ অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী, সরকারি আযমখান কর্মাস কলেজের। তার স্ত্রী কাজল লতা বিশ্বাস গৃহিনী।