এসিআই লিমিটেড ১০০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে

0
283

ঢাকা অফিস: এডভান্সড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিঃ (এসিআই) এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা ২৩ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় ঢাকার বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। কো¤পানীর চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।
সভায় ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য প্রস্তুতকৃত কো¤পানীর নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালক মন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারমালিকগণ উক্ত অর্থবছরের জন্য ১০০% নগদ এবং ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। কো¤পানির ব্যবস্থাপনা পরিচালক ড: আরিফ দৌলা শেয়ারমালিকদের অবহিত করেন যে, ২০১৮-২০১৯ এসিআই গ্রুপের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বছর ছিল। এছাড়া, নানাবিধ পারিপার্শ্বিকতার পাশাপাশি প্রতিকূল অর্থনৈতিক পরিবেশ, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং সুদের হার বৃদ্ধি সত্ত্বেও গ্রুপ পর্যায়ে কো¤পানি গত বছর ৬৩,১৪৩.৭০ মিলিয়ন বিক্রয় লক্ষ্য অর্জন করে, যা গত বছরের তুলনায় ১৩% প্রবৃদ্ধি অর্জন করেছে। বিভিন্ন ব্যবসায়িক ইউনিট এর বেশকিছু উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে তিনি শেয়ার মাালিকদের অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, এসিআই তার জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনের মান উন্নত করার জন্য অঙ্গীকারবদ্ধ।