এসএ গেমসে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন মারজান

0
525

খুলনাটাইমস স্পোর্র্টস : নেপালে চলমান দক্ষিণ এশিয়ান(এসএ) গেমসে বাংলাদেশকে তৃতীয় স্বর্ন পদক এনে দিলেন মারজান আক্তার পিয়া। মহিলা বিভাগে কারাতে কুমিত ইভেন্টে ৫৫ কেজি ওজন শ্রেনীতে তিনি আজ স্বর্ণ পদক জয় করেন। নেপালের ললিতপুর কারাতে একাডেমীতে অনুষ্ঠিত ইভেন্টে আজ পাকিস্তানের কাওসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দেশকে তৃতীয় স্বর্ণ পদকের স্বাদ দেন পিয়া।
এর আগে সেমিফাইনালে স্বাগতিক নেপালের মনীষ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন পিয়া।
এ দিন এর আগে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ন পদক এনে দেন আল আমিন। কারাতে ইভেন্টে পুরুষ এককে অনূর্ধ্ব ৬০ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পদক জয় করেন আল আমিন।
গেমসে গতকাল সোমবার দেশের হয়ে প্রথম স্বর্ন পদক জয় করেন দিপু চাকমা।
এর আগে গতকাল তায়কোয়ানদো ইভেন্ট থেকে বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণ পদক জয় করেছেন দিপু চাকমা। ২৯ বছরোর্ধ ক্যাটাগরিতে সোনা জিতেছেন তিনি। শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও নেপালকে পেছনে রেখে ১৬.২৪ পয়েন্টনিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন করেন দিপু।