এবার রাবণ হচ্ছেন হৃতিক, সীতা দীপিকা

0
130

টাইমস বিনোদন: বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা দীপিকা পাডুকোন এবং হৃতিক রোশন। জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তারা। তবে দুই তারকাকে এক সঙ্গে দেখা যায়নি কোনো সিনেমায়। সেই আক্ষেপ কাটছে বলিউডে। দুই তারকার ভক্তদের জন্য সুখবর হলো, সিনেমায় জুটি বাঁধতে চলেছেন হৃতিক-দীপিকা। তাও আবার একটি নয়, দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। চলতি মাসেই ঘোষণা আসে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ সিনেমা দিয়ে জুটি হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাদের। সেই খবর পুরনো না হতেই শেষ সপ্তাহে আরও একটি সুখবর, মধু মন্টেনার পরিচালিত ‘রামায়ন’ সিনেমায় দেখা যাবে দুজনকে। এ সিনেমায় রাবণের ভ‚মিকায় দেখা যাবে হৃতিককে। দীপিকা হবেন সীতা। তবে রাম চরিত্রে কে থাকবেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। স¤প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, এ সিনেমার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই,হৃতিকের রাম চরিত্রে অভিনয় নিয়ে আসতে থাকে নানা সমালোচনা। তবে সিনেমাটির সঙ্গে থাকা এক সুত্র জানিয়েছে, হৃতিক মহাভারতের মহাকাব্যিক গল্পটিতে হাজির হবেন রাবণের ভ‚মিকায়। ছবিটি নির্মিত হবে শত কোটি বাজেটে। এখানে থাকবে ভিএফএক্সের কারসাজিতে অনেক চোখ ধাঁধানো দৃশ্য।