এবার ‘গুপী গাইন’ দেব

0
339

খুলনাটাইমস বিনোদন: সত্যজিৎ রায় নির্মিত বিশ্বনন্দিত চলচ্চিত্র ‘গুপী গাইন বাঘা বাইন’। ১৯৬৮ সালে মুক্তি পায় এটি। এ সিনেমার গল্পের নায়ক গুপী ও বাঘা। এ চরিত্র দুটি রূপায়ন করেনÑতপেন চট্টোপাধ্যায় ও রবি ঘোষ। এবার টলিউডে আধুনিক ফরম্যাটে নির্মিত হচ্ছে এই সিনেমা। নাম ‘গুপী বাঘা ইন হাফগানিস্তান’। গুপী ও বাঘা চরিত্রে অভিনয় করবেন দেব এবং রাহুল বন্দ্যোপাধ্যায়। এটি পরিচালনা করবেন রঙ্গন চক্রবর্তী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। আধুনিক ফরম্যাটের ব্যাখ্যা করে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি আধুনিক গুপী এবং বাঘার কাহন। তবে নির্মাতা চরিত্রের নাম বদলানোর সাহস করেননি। এটিও মিউজিক্যাল ঘরানার চলচ্চিত্র। গল্পটি আধুনিক ছাঁচে ফেলে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। একেবারে নিজস্ব আঙ্গিকে। গুপী ও বাঘাকে নতুন কনসেপ্টে দর্শকের কাছে তুলে ধরার পুরো আইডিয়া রঙ্গনের। এ প্রতিবেদনে আরো জানানো হয়েছে, পরিচালক অনেক দিন ধরেই এমন আধুনিকভাবে গল্পটি তুলে ধরার জন্য ভাবছিলেন। এই গল্পের গুপী গান গায় আর বাঘা বাজনদার। মজার বিষয় ঘটেÑ দুই বন্ধুর ভবিষ্যৎ পরিকল্পনায়। কারণ তাদের ইচ্ছে ব্যান্ড দল গড়ার। কিন্তু তাতে বাদ সাধে গুপী-বাঘার পরিবার। মধ্যবিত্ত পরিবারে যা হয় আরকি। তারপর দুই বন্ধু বাড়ি থেকে পালায়। সত্যজিৎ রায়ের সিনেমায় গুপী-বাঘা শুণ্ডি-হাল্লার যুদ্ধ আটকে দিয়েছিল। পরাস্ত করেছিল হীরক রাজাকেও। এই সিনেমায়ও গুপী-বাঘা অশান্ত এক জায়গায় পৌঁছায়। সিনেমাটি কলকাতার সুরিন্দর ফিল্মস প্রযোজনা করতে পারে। আবার দেব প্রযোজনা করবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।