এবার আহমদ ছফাকে নিয়ে প্রামাণ্যচিত্র

0
432

খুলনাটাইমস বিনোদন: আহমদ ছফা। একাধারে কবি, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও কলামিস্ট। অনেকে আহমদ ছফাকে প্রাবন্ধিক হিসেবে দেখলেও তিনি ছিলেন বহুমাত্রিক লেখক। এবার আহমদ ছফাকে নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র। নাম ‘আহমদ ছফা: দ্য থিঙ্কার অব অ্যা নেশন’। এটি প্রযোজনা ও পরিচালনা করছেন সন্দিপ বিশ্বাস। আহমদ ছফা নগরীর বাংলামটরের যে বাড়িতে বসবাস করতেন সেখানেই শুরু হয়েছে এ প্রামাণ্যচিত্রের আনুষ্ঠানিক শুটিং। গত ২১ ফেব্রুয়ারি সকালে শুটিংয়ের উদ্বোধন করেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। এ সময় আরো উপস্থিত ছিলেনÑলেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক, চলচ্চিত্র নির্মাতা আবিদ মল্লিক, চলচ্চিত্রকর্মী ও নির্মাতা সাদেক হোসেন সনি, পরিচালনা সহযোগী প্রান্ত বিশ্বাস প্রমুখ। ঢাকা, চট্টগ্রাম, নড়াইল ও কলকাতায় এর দৃশ্যধারণের কাজ হবে। চলতি বছরের শেষের দিকে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশে জন্মগ্রহণ করেন আহমদ ছফা। তার শিক্ষাজীবন শুরু হয় নিজ গ্রামেই। চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশেষ করে ঢাকায় আসেন। ২০০১ সালের ২৮ জুলাই মাত্র ৫৮ বছর বয়সে মারা যান তিনি।