এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

0
223

খুলনাটাইমস স্পোর্টস : ওয়েন রুনির ডার্বি কাউন্টিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ওলে গুনার সুলশারের শিষ্যরা। পঞ্চম রাউন্ডের ওই ম্যাচে একবারের জন্যও হুমকিতে পড়েনি ইউনাইটেড। ম্যাচে গোল করে ইউনাইটেডকে সুচনা এনে দেন লুক শ’। এরপর ওডিওন ইলগারোসের জোড়া গোল কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয় ইউনাইটেডকে। শেষ আট-এ নরউইচের মোকাবেলা করবে তারা। ইউনাইটেডের হয়ে রেকর্ড গোলের মালিক রুনি গত জানুয়ারিতে ডিসি ইউনাইটেড থেকে ডার্বিতে যোগ দিয়েছেন। ২০১৮ সালে ম্যানচেস্টার ইউননাইটেড ছেড়ে যাওয়া এই তারকা স্ট্রাইকার এই প্রথম সাবেক ক্লাবের মুখোমুখি হয়েছিলেন। এই সময় তার দুটি প্রচেস্টা নস্যাৎ করে দেন সার্জিও রোমেরো। এরই ধারাবাহিকতায় টানা নয় ম্যাচে অপরাজিত থাকল ইউনাইটেড। যারা আগামী রোববার ওল্ড ট্রাফোর্ডে নগর ডার্বিতে ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে। গতকালের এই জয়ের ফলে এফএ কাপের শিরোপা দৌঁড়ে টিকে থাকল ইউনাইটেড। একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহনের সুযোগ এবং ইউরোপা লীগের শিরোপা জয়ের লড়াইয়েও টিকে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই মুহুর্তে প্রিমিয়ার লীগে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে। এমন অবস্থায় পা মাটিতে রেখে অবস্থান পরিবর্তনের মাধ্যমে মৌসুমটিকে স্মরনীয় করে রাখার জন্য শিষ্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সুলশার। তিনি বলেন,‘ শুক্রবারকের ম্যাচটি ছিল আমাদের জন্য খুবই গুরুত্বুপর্ন। কারণ আমরা পুর্ন শক্তি প্রদর্শন করতে পারছিলামনা। ফলে এই ম্যাচটিকে লক্ষ্যবস্তু বানিয়েছিলাম। যেখানে সামর্থ্যরে পুর্নাঙ্গ মহড়া দেয়া যায়। আমরা সবদিকেই উতরে গেছি। সত্যিকারের ম্যানচেস্টার ইউনাইটেডের মত খেলেছি। এই পারফর্মেন্সে আমি খুবই খুশি। আমরা ফর্ম খুঁজে পেয়েছি। সেই সঙ্গে রক্ষনভাগের দক্ষতাও। শেষ ৯ ম্যাচের মধ্যে এখন সাত ম্যাচেই আমরা জয়লাভ করেছি।’ ম্যাচের ৩৩ মিনিটে লুক শ’র গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৪১ মিনিটে ওডিওন ইলগারোসের গোলে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে যায় তারা। বিরতি থেকে ফেরার পরও নিজেদের প্রাধন্য ধরে রাখে রেড ডেভিলসরা। ৭১ মিনিটে ইলগারোসের দ্বিতীয় গোল নিরাপদ অবস্থানে পৌঁছে দেয় ইউনাইটেডকে।