একটি খালও অপরিষ্কার থাকবে না: মেয়র আতিক

0
178

টাইমস ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন একটি খাল ও লেকও অপরিষ্কার থাকবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, খাল পরিষ্কার করা আমাদের কাজ না। তারপরও যত টাকা লাগুক আমরা খাল পরিষ্কার করবো। গতকাল বুধবার রাজধানীর মিরপুর-১ এ একটি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরআগে মিরপুর- গোদাবাড়ি খাল পাড়ে এক ময়লার প্রদর্শনীর আয়োজন করে ডিএনসিসি। জনগণের ভোগান্তি লাঘবে আগামী ২০-৩০ অক্টোবর পর্যন্ত রাজধানীর সব খাল পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে বলেও জানান মেয়র। ইতোমধ্যে আমার ৫টি খাল পরিষ্কার করেছি। আতিকুল ইসলাম বলেন, এডিস মশার সময় পার করেছি। সামনে কিউলেক্স মশার প্রকোপ আসছে। এসব খালের কচুরিপানার নিচে হাজার হাজার মশা থাকে। কাজেই এই খাল কার, কার পরিষ্কার করার দায়িত্ব, কেন করলো নাÑ এসবের অপেক্ষা করবো না। আমরা পরিষ্কার করে দেবো। এজন্য কোনও সংস্থা বা অডিট থেকে প্রশ্ন আসলে, এগুলোই আমাদের প্রমাণ। জনগণের দুর্ভোগ লাঘবে এগুলা করে যাবো। তিনি আরও বলেন, আমাদের গতির সঙ্গে তাদের গতি মিলবে না। খাল দখল উদ্ধারে ৫১০ জন কর্মী কাজ করছে। এদের বেতন আমাদের দিতে হবে। এরপরেও যদি কেউ খাল দখল করে সেখানে জরিমানা করবো। যে সংস্থার কর্মীই হোক, ব্যবস্থা নেবো।