একক নাটক ‘ক্ষমা নাই’

0
484

খুলনাটাইমস বিনোদন: বিত্তশালী বারেক সাহেব। প্রায় রাতেই মেয়ে মনিকাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন তিনি। স্বপ্নের মধ্যে চিৎকার করতে থাকেন তিনি। তার চিৎকারে স্ত্রী রেহেনার ঘুম ভেঙে যায়। এমন আচরণের কারণে স্বামীর উপর একটু বিরক্ত হন রেহেনা। কারণ প্রতিদিনই বারেক সাহেব স্বপ্ন দেখে চিৎকার করে উঠেন। বারেক সাহেব তার একমাত্র মেয়ে মনিকাকে অনেক আদর দিয়ে বড় করেছেন। মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেয়েকে নিয়েই বারেক সাহেবের যত চিন্তা। কখন জানি কি হয়ে যায়। দেশের যা অবস্থা পত্রিকা খুললেই খুন আর ধর্ষণ। এমন চিন্তা থেকে বারেক সাহেব মনিকার উপর কড়া নজরদারি রাখেন। বাবার নজরদারি মোটেও পছন্দ না মনিকার। কিন্তু বাবাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে সে। কেন তার বাবা এমন স্বপ্ন দেখে? এটা কি তার বাবার মানসিক রোগ? মনিকা ও তার মা সিদ্ধান্ত নেয় বারেক সাহেবকে মানসিক ডাক্তার দেখানোর। মনিকা তার বাবাকে একরকম জোর করে ডাক্তারের কাছে নিয়ে যান। ডা. মহিত কামাল বারেক সাহেবের সঙ্গে কথা বলেন। কথার ছলে উঠে আসে তার আসল রূপ। বারেক সাহেব ছিলেন স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী। দরজার ওপাশ থেকে সব শুনে, নিজের কানকে বিশ্বাস করতে পারে না মনিকা। এরপর গল্প ভিন্ন দিকে এগিয়ে যায়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ক্ষমা নাই’। মতিন সাগর রচিত এ নাটক পরিচালনা করেছেন কাজী ছালাম। এতে অভিনয় করেছেনÑতারিক আনাম খান, সাবেরি আলম, সারিকা, নাঈম প্রমুখ। আজ সোমবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ এ নাটক।