উলুধ্বনি ও শঙ্খধ্বনি বিজয়ীদের নিয়ে চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
196

খবর বিজ্ঞপ্তি:
বৈশ্বিক করোনা মহামারীর ক্রান্তিলগ্নে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশের সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের প্রতি সম্মান ও মানসিক স্বস্তি যোগাতে ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী খুলনা মহানগর আওতাধীন ৮টি থানার বিজয়ীদের নিয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার আয়োজনে উলুধ্বনি ও শঙ্খধ্বনির চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা-২০২০ গত (২ অক্টোবর) শুক্রবার শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরাণী মন্দির, দোলখোলা, খুলনায় বিকেল ৪টায় সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শুরুতে পবিত্র গীতাপাঠ করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর সভাপতি রণজিৎ মুখোপাধ্যায়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় উক্ত চূড়ান্ত বাছাই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রশান্ত কুমার রায়, কর কমিশনার, কর অঞ্চল, খুলনা। প্রতিযোগিতার উদ্বোধন করেন ভার্চুয়ালে যুক্ত হওয়া কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তাপস কুমার পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন। বিশেষ অতিথি ছিলেনÑবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় ঘোষ, বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি, খুলনা জেলা সভাপতি শ্যামাপ্রসাদ কর্মকার, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী গৌতম লস্কর, শিশু ও নারী নির্যাতন আদালত-এর পিপি এ্যাড. অলোকানন্দা দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উপদেষ্টা শ্যামল সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবক বাবুল বিশ্বাস, স্বপন কুমার সাহা, অঞ্জন দে। তাছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালের মাধ্যমে প্রতিযোগিতায় যুক্ত হন। চূড়ান্ত বাছাই প্রতিযোগিতায় উলুধ্বনিতে হরিণটানা থানার পিংকী ম-ল (২৭) প্রথমস্থান, আড়ংঘাটা থানার যোগমায়া ঢালী (৩১) দ্বিতীয়স্থান ও লবণচরা থানার আইভি বিশ্বাস (২৮) তৃতীয়স্থান পেয়ে বিজয়ী হন এবং শঙ্খধ্বনিতে দৌলতপুর থানার শিমুল রানী দে (৩১) প্রথমস্থান, খুলনা সদর থানার ষষ্ঠী রায় (৩৬) দ্বিতীয়স্থান ও আড়ংঘাটা থানার পূজা বালা (২৬) তৃতীয়স্থান পেয়ে বিজয়ী হন। বিচারম-লী হিসেবে দায়িত্ব পালন করেনÑযুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনার সভাপতি সুজিত মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী গৌরাঙ্গ সাহা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্তী, শ্রীমদ্ভগবত গীতা সংঘ, খুলনা সাধারণ সম্পাদক নিতাই বিশ্বাস এবং মানিক শীল, বাবু শীল, ভবেশ সাহা, রবীন দাস, বিধান রায়। এ সময়ে ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকগণের মধ্যে যথাক্রমেÑবিকাশ কুমার সাহা, তিলক গোস্বামী, ডাঃ শেখর চন্দ্র পাল, মনোজ কান্তি রায়, আশিষ কবিরাজ, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, রঞ্জন রায়, পার্থ রায় মিঠু, রূপন দে, সুশীল দাস, সজল দাস উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।