উপকূলী অঞ্চলে স্থায়ী ও টেকসই ভেড়ীবাঁধ নির্মাণের দাবী যুব ইউনিয়ন’র

0
136

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগ কমিটির নেতৃবৃন্দ বুধবার এক বিবৃতিতে বলেন, উপকূলীয় অঞ্চলে যখনই কোনো ঝড়-জলোচ্ছাস হয় তখনই দেখা ঐ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখা দেয়। ভেড়ীবাঁধ ভেঙ্গে ঘর-বাড়ি, ফসলী জমি তলিয়ে যায়। ভাসিয়ে নিয়ে যায় গবাদি পশুসহ বিভিন্ন ধরনের প্রাণি। এসব দুর্ঘটনাকালীন প্রশাসনের কিছু সাময়িক তৎপরতা দেখা যায় মাত্র। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না।

উপকুলীয় মানুষদের এই দুর্দশা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে স্থায়ী ও টেকসই ভেড়ীবাঁধ নির্মাণ। তাই নেতৃবৃন্দ উপকূলী অঞ্চলে স্থায়ী ও টেকসই ভেড়ীবাঁধ নির্মাণের দাবী জানান। বিবৃতিদাতারা হলেনÑযুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, আব্দুল হালিম, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সহ-সভাপতি ধীমান বিশ্বাস, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, রামপ্রসাদ রায়, উজ্জ্বল বিশ্বাস, জামাল হোসেন, হরষিৎ ম-ল, আজিজুর রহমান প্রমুখ।খবর বিজ্ঞপ্তি

খুলনা টাইমস/এমআইআর