ইয়েমেনে সামরিক অভিযান শুরু সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর

0
164
ইয়েমেনে সামরিক অভিযান শুরু সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর

টাইমস আন্তর্জাতিক: সৌদি আরবের তেল স্হাপনাগুলোতে হামলা বন্ধ ও ‘বিশ্বের জ¦ালানি উৎসগুলো রক্ষা’ করতে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছে। জোট বাহিনী জানিয়েছে, শনিবার ভোররাতে তারা হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগর তীরবর্তী বন্দরশহর হোদেইদাহে বিমানহামলা চালিয়েছে। ‘বিশ্বের জ¦ালানি উৎসগুলো রক্ষা ও সরবরাহ চেইন নিশ্চিত করা’ তাদের লক্ষ্য এবং এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে সৌদি জোট। অভিযান প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ইরানের মিত্র হুতিদের তাদের ‘শত্রæতামূলক ব্যবহারের’ পরিণতি বহন করতে হবে বলে হুঁশিয়ার করেছে তারা। এর আগে সৌদি গণমাধ্যমে দেওয়া উদ্ধৃতিতে জোট জানিয়েছে, তারা ‘সরাসরি হুমকির উৎসগুলোর মোকাবিলা করবে’ এবং বেসামরিকদের হোদেইদাহের তেলক্ষেত্র ও স্থাপনাগুলো থেকে দূরে থাকতে বলেছে। ইয়েমেনের হুতিরা জানিয়েছে, তারা শুক্রবার সৌদি আরবের জ¦ালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল কোম্পানি আরামকোর জেদ্দার একটি পেট্রোলিয়াম বিতরণ স্টেশন হামলা হয়েছে, এতে দুটি স্টোরেজ ট্যাংকে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। পরে জোট বাহিনী জানায়, তারা হোদেইদাহের তেল স্থাপনা থেকে সৌদি আরবে হামলার উদ্দেশ্যে পাঠানো দুটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করে দিয়েছে। জোটটি জানিয়েছে, তারা ইয়েমেনের বেসামরিক স্হাপনাগুলোকে নিষ্কৃতি দেবে এবং তেল স্হাপনাগুলোর পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করবে। হুতিদের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো হোদেইদাহ শহরে হামলা চালিয়েছে এবং সেগুলো এখনো সেখানে আনাগোনা করছে। স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হোদেইদাহ বন্দরের কাছে হামলাগুলো চালানো হয়েছে। আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনী হোদেইদাহের সালিফ বন্দর, বিদ্যুৎ করপোরেশন ও তেল স্হাপনাগুলোতে হামলা চালিয়েছে। সানার বাসিন্দারা রয়টার্সকে জানান, জোট বাহিনী শহরের দক্ষিণাংশে সাফের তেল কোম্পানির প্রশাসনিক ভবনে বোমাবর্ষণ করেছে।