ইরানের তেল বিক্রি বেড়েছে ইউক্রেন যুদ্ধে

0
80
ইরানের তেল বিক্রি বেড়েছে ইউক্রেন যুদ্ধে

টাইমস বিদেশ: ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকার কারণে পরিবর্তন আনার পরও তেল বিক্রি তুলনামূলকভাবে বেশি হচ্ছে বলে দাবি করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংস্থা আইআরএনএ ও দেশটির দৈনিক সংবাদপত্র ‘ইরান’ পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এখন প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং ঘনীভ‚ত গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। সামগ্রিকভাবে ২১ মে শেষ হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় ইরান ৪০ শতাংশ বেশি অপরিশোধিত তেল, অমৌলিক তেল, প্রাকৃতিক গ্যাস এবং ঘনীভ‚ত গ্যাস বিক্রি করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার দাবি করছেন, কঠোর মার্কিন নিষেধাজ্ঞার পরও রাইসি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কয়েকমাসে তেল বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। যদিও এ ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা থেকে বিরত রয়েছে ইরানি প্রশাসন।