ইরাকের গ্রিন জোনে এক সপ্তাহে চারবার রকেট হামলা

0
215

খুলনাটাইমস বিদেশ : ইরাকের রাজধানী বাগদাদে সুরক্ষিত গ্রিন জোনে আবারও রকেট হামলা হয়েছে। মঙ্গলবার দিনের শেষভাগে মার্কিন দূতাবাসের কাছে এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত এক সপ্তাহে এ এলাকায় চারবার হামলা হলো। দুই ইরাকি কর্মকর্তা জানান, ওই এলাকায় ইরাক সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। মঙ্গলবার সেখানে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মাইলস ক্যাগিনস জানান, রকেটগুলো মার্কিন দূতাবাস থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিস্ফোরিত হয়েছে। এর মাত্র একদিন আগেই ইরাকি রাজধানীর দক্ষিণাঞ্চলে বাসমায়া ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। হামলার সময় সেখানে সামরিক জোট ও ন্যাটোর প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। তবে ওই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, কোনও গোষ্ঠীও এর দায়দায়িত্ব স্বীকার করেনি। এর আগে, গত বুধবার উত্তর বাগদাদের তাজি ক্যাম্পে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়। এতে দুই মার্কিন সেনাসহ জোটের অন্তত তিন সদস্য প্রাণ হারান। একই স্থানে গত শনিবার আবারও হামলা হয়। এ হামলায় দুই ইরাকি সেনা ও তিন জোট সদস্য আহত হন।