ইনজুরির কারণে ইউরো ২০২০ খেলতে পারছেন না ডেম্বেলে

0
231

খুলনাটাইমস স্পোর্টস : ডান উরুর অস্ত্রোপচারের কারনে ইউরো ২০২০ খেলতে পারছেন না বার্সেলোনার ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে। আগামী ছয় মাসের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন বলে বার্সা সূত্র নিশ্চিত করেছে। এ কারনে চলতি মৌসুমে আর বার্সেলোনার হয়েও মাঠে নামা হচ্ছেনা ডেম্বেলের। ইতোমধ্যেই হাঁটুর দীর্ঘমেয়াদী ইনজুরির কারনে বার্সার আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ মাঠের বাইরে রয়েছেন। এ সম্পর্কে বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মূল একাদশের খেলোয়াড় ওসমানে ডেম্বেলের উরুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। উরুর এই ইনজুরির কারনে আগামী ছয় মাসে তাকে বিশ্রামে থাকতে হবে।’ ২০১৭ সালের আগস্টে ১৪৭ মিলিয়ন ইউরোতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেবার পর থেকেই ২২ বছর বয়সী এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড বেশ কয়েকবারই উরুর সমস্যায় আক্রান্ত হয়েছেন। এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে মাত্র ৯টি ম্যাচে খেলেছেন ডেম্বেলে। গত সপ্তাহে অনুশীলনে নতুন করে ইনজুরিতে আক্রান্ত হবার আগে নভেম্বরে যে ইনজুরিতে পড়েছিলেন তার থেকে প্রায় সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন। একই সমস্যার কারনে রেনের সাবেক এই এ্যাটাকার বার্সেলোনার হয়ে প্রথম বছরেই চার মাস মাঠের বাইরে ছিলেন। যদিও বার্সার নতুন কোচ কিকে সেতিয়েন তরুন এই তারকার ফেরা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। তার এই দীর্ঘ ইনজুরিতে বার্সেলোনাকে হয়ত বাধ্য হয়ে বিকল্প কিছু চিন্তা করতে হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জরুরি চুক্তির অনুমতি পেলে বার্সেলোনা সেই সুযোগ কাজে লাগাবে বলেই ইঙ্গিত পাওয়া গেছে। বার্সেলোনা এ ব্যপারে অনুমতির জন্য আবদেন করতে পারবে। তবে লা লিগায় এই মুহূর্তে নতুন চুক্তিভূক্ত কোন খেলোয়াড় খেলার অনুমতি পেলে তিনি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না। ইতোমধ্যেই বার্সেলোনার তালিকায় রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড উইলিয়ান হোসে, গেটাফের এ্যাঞ্জেল ও আলাভেসের লুকাস পেরেজের নাম শোনা যাচ্ছে। শুধুমাত্র বার্সেলোনা নয় ডেম্বেলের সাম্প্রতিক এই ইনজুরিতে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলেও দু:শ্চিন্তা দেখা দিয়েছে।