ইনজুরিতে ছিটকে গেলেন ইমরুল

0
284

খুলনাটাইমস স্পোর্টস: বলা হয় দুঃসময় নাকি দল বেঁধে আসে। ইমরুল কায়েস সেটি বুঝতে পারছেন তীব্রভাবেই। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। জায়গা হয়নি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। নিজেকে আবার জানান দেওয়ার মঞ্চ হতে পারে যেটি, সেই ঢাকা প্রিমিয়ার লিগেও শুরুর দিকটায় বাইরে থাকতে হবে চোট পাওয়ায়। ঢাকা লিগে এবার শেখ জামালের হয়ে খেলবেন ইমরুল। সোমবার দলের অনুশীলনেই ফিল্ডিংয়ের সময় চোট পান বাঁ পায়ের কনিষ্ঠায়। চিড় ধরেছে আঙুলের ওপরের দিকের হাড়ে। হতাশ ইমরুল জানালেন, লিগ নিয়ে তার ভাবনায় বড় ধাক্কা হয়ে এসেছে এই চোট। “সাধারণত দুই সপ্তাহ লাগে এই ইনজুরি ঠিক হতে। তবে ক্রীড়াবিদ হিসেবে ডাক্তার বলেছেন, আমার তিন সপ্তাহ লাগবে। খুব খারাপ লাগছে। এবার খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম আমি। অনেক ইচ্ছে ছিল ভালো করার। এখন ইনজুরি শেষে আবার ফিরে রিদম পাওয়া কতটুকু কঠিন হবে, কে জানে!” কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মনের ভেতর যা-ই থাকুক, মুখে খুব বেশি আক্ষেপের কথা আনলেন না ইমরুল। “তারা যা ভালো মনে করেছেন, সেটিই করেছেন। আমার কিছু বলার নেই। আমি ক্রিকেটার, চেষ্টা করব যাব পারফর্ম করার।” আগামী রোববার থেকে শুরু হওয়ার কথা এবারের প্রিমিয়ার লিগ। ঢাকার লিগ হলেও মাঠ সঙ্কটের কারণে প্রথম তিন রাউন্ডের খেলা হবে ঢাকার বাইরে।