আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে আটক-৮

0
486

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। পৃথক পৃথক অভিযানে বিজন কুমার ও ইব্রাহিম সরদারের কাছ থেকে ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ মামুনুর রহমান ও এএসআই মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা বাজার হতে একশত গ্রাম গাঁজাসহ খেজুয়ারডাঙ্গা গ্রামের মৃত সুধির কৃষ্ণ রায়ের ছেলে বিজন কুমার রায়কে গ্রেফতার করা হয়। অপরদিকে এসআই শ্যামল মন্ডল ও এএসআই মাহাবুব হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দক্ষিণ চাপড়া হতে ১০০ গ্রাম গাঁজাসহ চাপড়া গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে ইউনুস আলীকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে এএসআই মোঃ কবির হোসেন সঙ্গী ফোর্সের সহায়তায় জিআর-১৭৬/১৭ (আশাঃ)(ওয়ারেন্ট) মূলে সুভদ্রাকাটি গ্রামের রিয়াছাত গাজীর ছেলে রায়হান গাজীকে,এসএসআই (নিঃ) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-২১০/১৭(শ্যাম) (ওয়ারন্ট) মূলে উত্তর একসরা গ্রামের মুনছুর গাজীর ছেলে স¤্রাট গাজীকে,এএসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১০৫/১৮ মূলে উত্তর একসরা গ্রামের ফজর আলী মোড়ের ছেলে রফিকুল ইসলামকে,এএসআই মোঃ মোকাদ্দেস হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সিআর-৫৮৯/১৬ (ওয়ারেন্ট) মূলেপশ্চিম দরগাহপুর গ্রামের খোকন গাজীর ছেলে শরিফুল গাজীকে,এএসআই তরুন কৃষ্ণ রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সিআর-৩৯/১৮ (পাইক) (ওয়ারেন্ট) মূলে শ্রীধরপুর গ্রামের সাত্তার সরদারের ছেলে হুসাইন সরদারকে,এনজিআর-২৮/১৮ মূলে শ্রীধরপুর গ্রামের রশিদ সরদারের ছেলে মিজান সরদারকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।