আশাশুনির কুল্যায় গভীর রাতে ডাকাতি

0
543

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যায় গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দিবাগত রাতে কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামের শিবপদ সাধুর ছেলে নিলকান্ত সাধুর বাড়ীতে। নিলকান্ত সাধু জানান, ৫/৬ জন বাড়ীর পেছনের জানালার গ্রীল ভেঙ্গে বাড়ীর ভীতরে প্রবেশ করে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেঁধে নগদ অর্থ, ৩টি মোবাইল ফোনসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। নিলকান্ত সাধুর ছেলে প্রণব সাধু জানান, ডাকাত দল তার হাত ও পা বেঁধে ঘর থেকে স্বর্ণালঙ্কার লুট করে। পরে আমাদের বাড়ীর গেটের চাবী কোথায় জানতে চেয়ে আমাকে ও স্ত্রীকে ঘরে বন্দি করে রাখে। প্রণব সাধুর স্ত্রী জানান, প্রায় এক ঘন্টা তারা আমাদের বাড়ীর কয়েকটি ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে। বিষয়টি কাউকে না বলার জন্য অস্ত্রের ভয় দেখিয়ে গেট খুলে তারা চলে যায়। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা-আশাশুনি সার্কেল) শেখ ইয়াছিন আলী ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে। অতি দ্রæত অপরাধীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আনা হবে। পরিদর্শনকালে অন্যানের মধ্যে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, আশাশুনি প্রেসক্লাবের সদস্য শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।