আশাশুনির শ্রীউলায় বাঁধ নির্মান কাজ শুরু সেনাবাহিনীর

0
291

মইনুল ইসলাম, আশাশুনি:

আশাশুনি উপজেলার শ্রীউলায় ঘূর্ণিঝড় আম্ফানে ভাঙ্গন কবলিত ভেড়ী বাঁধ সংস্কার ও নির্মান কাজ শুরু করেছে বাংলাদেশ সেনা বাহিনী। শনিবার ইউনিয়নের হাজরাখালী পয়েন্টে কাজে হাত দেন সেনা বাহিনীর একিট টিম।
এলাকার মানুষ বাঁধ ভাঙ্গনের ফলে চরম বিপত্তিতে রয়েছেন। তাদের দ্রুত অসহায়ত্ব থেকে উদ্ধার, ত্রুটিমুক্ত ও সুন্দর ভাবে নির্মাজ কাজ এগিয়ে নেওয়ার জন্য সরকার বাংলাদেশ সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পন করেছেন। এরই অংশ হিসাবে শনিবার হাজরাখালী পয়েন্টে নির্মান কাজের উদ্বোধন করেন জিওসি যশোর এরিয়া টিম। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পাউবোর’র নির্বাহী প্রকৌশলী এবং সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা বৃন্দ ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল এসময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সেনাবাহিনী এবং পাউবোকে সার্বিক সহযোগিতা করবে এবং প্রতিটি পয়েন্টে কার্যক্রমে সমন্বয় করবে। সেনাবাহিনীর মাধ্যমে কাজ শুরু করায় উপকূলীয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।