আশাশুনির বড়দলে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ

0
579

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ করা হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল মঙ্গলবার দুপুর ২.৩০ টার দিকে বড়দল মহিলা মার্কেটের বড়দল খাদ্যবান্ধবের ডিলার শাহাজুদ্দীন সানার পুত্র মুজিবর সানার গোডাউন থেকে এ চাউল জব্দ করেন। বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল জানান, ডিলার মুজিবর সানা গত ৮ অক্টোবর ২৯ টন ১০০ কেজি চাউল তুলে তার গোডাউনে নিয়ে আসেন। তারপর তিনি সেই চাউল ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রেশন কার্ড অনুযায়ী বিতরণ করেন। এরপর থেকে তিনি আর কোন চাউল রেশন কার্ডের মালিকদেরকে না দিয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয় ভ্যানচালক দূত কুমারের ভ্যান যোগে ১০ বস্তা চাউল মৃত্যু ঈমান আলীর পুত্র শাহাজান আলীর ঘরে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে চাউল পুনরায় গোডাউনে ঢোকানো হয়। এতে স্থানীয় লোকজনের খাদ্যবান্ধব চাউল কালোবাজারী হচ্ছে এমন সন্দেহ হলে তারা আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। তিনি আরও বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ পেয়ে তাৎক্ষনিক তার গোডাউনে থাকা ২৫ বস্তা চাউল জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখি। স্থানীয় বাইনতলা গ্রামের দেবেন সরকারের স্ত্রী অসহায় লক্ষ্মীরানি সরকার জানান, আমি চাউল আনতে গিয়েছিলাম আমাকে বললো তোমার কার্ড থাকলে কী চাউল দেবো? আমার খাতায় তোমার নাম নেই। সচেতন মহলের দাবী, সরকারী এ খাদ্যবান্ধবের চাউল ডিলার মুজিবর বিভিন্নভাবে কার্ডধারীদেরকে ফাঁকি দিয়ে বাহিরে বিক্রি করতেন। এব্যাপারে ডিলার মুজিবর সানা বলেন, এই কোটায় আমার কিছুলোকের চাউল দিতে বাকী আছে, সে জন্য ঐ চাউল ছিল। বিষয়টি দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।