আশাশুনির কোলা ভেড়ী বাঁধের নির্মান কাজ সম্পন্ন

0
177

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কোলায় পাউবোর ভেড়ী বাঁধের নির্মান কাজ শেষ হয়েছে। ফলে আপাতত বাঁধ ভাঙ্গনে প্লাবিত মানুষের ভোগান্তি লাঘব হচ্ছে। সুপার সাইক্লোন আম্ফানে শ্রীউলা ইউনিয়ন লাগোয়া প্রতাপনগরের কোলায় পাউবোর ভেড়ী বাঁধ ভেঙ্গে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বহু ঘরবাড়ি, প্রতিষ্ঠান, মৎস্য ঘের, ফসল প্লাবিত হয়ে যায়। মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে আশ্রয় কেন্দ্র ও ভেড়ী বাঁধে আশ্রয় নেয়। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের অক্লান্ত পরিশ্রমে এলাকার হাজার হাজার জনগণের ক্লান্তিহীন শ্রমের বিনিময়ে আপাতত বাঁধটি রক্ষা করা হয়েছে। ১৪ শত ফুট দীর্ঘ রিং বাধটি নির্মানে চেয়ারম্যান আবু হেনা সাকিলের যোগ্য নেতৃত্বে সফলতার সাথে কাজটি শেষ হয়েছে। ফলে এলাকায় জোয়ারের পানি ওঠা বন্ধ হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, নদীর জোয়ারের উচ্চতা দেখে বাঁধের কাজ করা হয়েছে। আগামী গণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং গণের সময় শ্রমিক নিয়ে প্রস্তুত থাকবো, প্রয়োজনে বাঁধের উপরে পুনরায় মাটি ও বস্তা দিয়ে উচ্চ করা হবে। অতিদ্রুত সরকারি ভাবে বাঁধটিকে টেকসই নির্মান কাজ শুরু করে এলাকার মানুষকে রক্ষা করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।