আশাশুনিতে সড়কে মধ্যে বৈদ্যুৎতিক খুঁটি!

0
379

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় সড়কের মধ্যে বৈদ্যুৎতিক খুঁটি রেখে সড়ক পাকা করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী কামারবাড়ী মোড় টু বাঁকড়া খেয়াঘাট সড়কের কুঁন্দুড়িয়া গ্রাম সমিতি নামক স্থানের সড়কের মধ্যে বৈদ্যুৎতিক খুঁটি রেখে সড়ক পাকা করার এ দৃশ্য। জানাগেছে, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত মটর সাইকেল, ইজিবাইকসহ অন্যান্য যানবহন চলাচল করে থাকে। কিন্তু এ সড়কে মধ্যে বৈদ্যুৎতিক খুঁটি থাকায় দূর্ঘটনার আংশকা করছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। এ সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবহন চলাচল করে। সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ আশাশুনি সাব-জোনাল অফিসের এজিএম মধু সুদন রায় জানান, সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে সড়কের মধ্য থেকে বৈদ্যুৎতিক খুঁটি ছড়িয়ে অন্যত্র স্থাপনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী ও এলাকাবাসী।