আশাশুনিতে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার বাজার মনিটরিং

0
372

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানার নেতৃত্বে শ্রীউলায় সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিং করা হয়েছে। বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানার নেতৃত্বে শ্রীউলায় সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করায় ২জনকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও দেশের বিভিন্নস্থান থেকে আসা ১১৩ জন ব্যক্তিকে মহিষকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন। পৃথক পৃথক স্থানে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে বিকাল ৬ টার পর থেকে কেবলমাত্র ঔষধের দোকান ব্যতীত কোন দোকান পাট খোলা আছে কিনা, মানুষ বাড়ি থেকে অহেতুক বের হচ্ছে কিনা এবং সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নে কাজ করেন। এছাড়াও হাট-বাজার ও রাস্তাঘাটে না থেকে দ্রুত বাড়িতে যাওয়ার বিষয়ে মানুষকে সচেতন করেন ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।