আশাশুনিতে শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা

0
199

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ওসি (তদন্ত) ইমারত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, প্রভাষক ম মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দীপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শিক্ষক নূরুল হুদা, আবুল কালাম আজাদ, নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত্র ১২.০১ টায় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, ২১ ফেব্রুয়ারি সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, ৭ টায় প্রভাত ফেরী, ৮ টায় কবিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ৯ টায় দেশাত্ববোধন গান, আলোচনা সভা, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠান ও সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়।