আশাশুনিতে মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জরিমানা

0
262

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা ও মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা কাকবাসিয়া মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কাকবাসিয়া গ্রামের আঃ কাদের সরদারের ছেলে ব্যবসায়ী আঃ রশিদের কাছে অপ্রদ্রব্য পুশকৃত ১ মন বাগদা চিংড়ী আটক করেন। এরপর মাছ ও মাছজাত দ্রব্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা এবং জব্দকৃত সমস্ত মাছ প্রকাশ্যে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট চলাকালে সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।