আশাশুনিতে ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
210

আশাশুনি প্রতিনিধি: সারাদেশের ন্যায় আশাশুনিতে ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভিটামিন এ+ ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ১১ ইউনিয়নের ২৬৪ টি ক্যাম্পে একযোগে ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২ শত ৬ জন এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৩ শত ৬৫ জন। ক্যাম্পেইন চলাকালে ৯৮% শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানাগেছে। বাদ পড়াদের ভিটামিন খাওয়ানোর জন্য আগামী ৪ দিন বাড়িতে বাড়িতে গিয়ে অনুসন্ধান করে খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সউদ বিন খায়রুল আনাম জানান। ক্যাম্পেইন চলাকালে দায়িত্ব পালন করেন ১১ ইউনিয়নে ৫২৮ জন স্বেচ্ছাসেবী, ৩৩ জন পরিদর্শক, ১১ জন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কিছু মনিটরিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন।