আশাশুনিতে ভাতাভোগীদের নগদ একাউন্টের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

0
141

আশাশুনি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উপহার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনির সদর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার সকল ভাতাভোগীদের সুবিধা পৌঁছে যাবে সরাসরি সুবিধাভোগীদের হাতে। কার্যক্রমের মধ্য দিয়ে সেটি বাস্তবে পরিণত হলো। এখন থেকে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যেয়ে হয়রানি ও কোন ব্যক্তির দ্বারা প্রতারিত হতে হবে না, নগদ একাউন্টের মাধ্যমে ভাতার টাকা ভাতাভোগীদের মোবাইল একাউন্টে পৌছে যাবে এবং সেখান থেকে তারা টাকা উত্তোলন করতে পারবে। এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য শাহিনুর আলম,পারুল আক্তার ও নগদ এর কর্মকর্তাবৃন্দ।