আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
376

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার রাত ১২: ০১মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত দেওয়ার ইতিহাস সৃষ্টির দিনে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি এস,এম আহসান হাবীবের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আশাশুনি রিপোর্টার্স ক্লাব, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মাল্যদান শেষে জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসপ্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রত্যায় নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। বৃহস্পতিবার আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, উদ্বোধনী সংগীত, আলোচনা সভা, রচনা ও কবিতা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জোহরবাদ শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।