আশাশুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
163

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালনা করা হয়।
কুল্যা বাগান বাড়ি চত্বরে অবসর প্রাপ্ত ডিআরও মরহুম আঃ গফুরের স্ত্রী রাবেয়া গফুর এবং পুত্র প্রিন্স ও কন্যা মুন্নীর সাবির্ক সহযোগিতা ও ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ল্যাবএইড স্পেশালিজড হাসপাতাল ঢাকার সিনিঃ কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন ডাঃ এ বি এম সফিউল্লাহ কবির ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস। ক্যাম্পে এলাকার হতদরিদ্র, সেবা বঞ্চিত অসহায় ১৩৫ জন রোগিকে চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। ক্যাম্প চলাকালে অবঃ ইউএইচএ ডাঃ অরুন ব্যানার্জী, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সদস্য জ্বলেমিন হোসেন, মইনুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম, এড. দেবাশীষ ব্যানার্জী, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক হিসাবে ক্যাম্প পরিচালনায় সহযোগিতা প্রদান করেন, সোহান, রাজ, শফি, মনি, মুন্না, হান্নান, মিন্টু, সৈকত, সাগর ও ছোট্টু।