আশাশুনিতে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা

0
310

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় সারা দেশের ন্যায় বই দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আালিফ রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নাার্গিস, এস আই পিযূষ কান্তি ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। আশাশুনি বালিকা বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় স্কুল হলরুমে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ঢালী সামছুল আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, ম্যানেজিং কমিটির সদস্য খায়রুল আহসান, সিরাজুল ইসলাম, রুহুল আমীন, শিক্ষক অমল কৃষ্ণ সরকার, আবুল ফজল পলাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানপি সঞ্চালনা করেন শিক্ষক আলমগীর আলম। আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে বই দিবস অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় স্কুল হলরুমে বই বিতরণ পূব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হায়দার লালু। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, শিক্ষক জগন্ময় মিস্ত্রী, কাকলী বালা বাইন প্রমুখ। আশাশুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গনে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডল প্রমুখ। এছাড়া, আশাশুনি আলিয়া মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মাদ্রাসা হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাাপতি সাবেক চেয়ারম্যান শাহজান আলী। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার ড. আবুল হাসান, শিক্ষক আবুল কালাম আযাদ, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন শিক্ষক মুজাহিদুর রহমান। কুল্যা ইউনিয়নের আরার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চত্বরে বুধবার সকাল সাড়ে ১০ টায় বই বিতরণ পূর্ব বই উৎসব অনুষ্ঠানে আরার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আঃ হান্নানের সভাপতিত্বে এসময় প্রধান শিক্ষক মাওলানা ফরিদ আহমদ আরারী, সহকারী শিক্ষক মাওলানা লিয়াকাত আলী, ইয়াহিয়া মালী, এম এম নুর আলম, ক্বারী মাওলানা আবুল হাসান, আরার জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার সকাল সাড়ে ১০ টায় বই বিতরণ পূর্ব বই উৎসব অনুষ্ঠানে প্রধান শিক্ষক ইসমত আরা বেগমের সভাপতিত্বে এসময় সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, তানজিলা খাতুন, অনুকূল চন্দ্র দেবনাথ, মনোরঞ্জন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার সকাল সাড়ে ১০ টায় বই বিতরণ পূর্ব বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। এসময় স্ব স্ব প্রতিষ্ঠানের এসএমসি সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।