আশাশুনিতে চা স্টলে নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতা

0
378

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: দেশ ব্যাপী মানুষ যখন করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে। সরকার ভাইরাস প্রতিরোধে কঠোর নির্দেশনা প্রদান করে দেশের মানুষকে ভাইরাস থেকে রক্ষার কাজে ব্যস্ত। ঠিক তখন আশাশুনি উপজেলার কয়েকটি বাজারের চা স্টলগুলোতে চলছে নিয়ম ভঙ্গের প্রতিযোগিতা। উপজেলার অধিকাংশ বাজার, গ্রাম-মহল্লায় নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু নিয়মকে তুয়াক্কা না করে বড়দল বাজারের চা ব্যবসায়ীরা দোকান খুলে রেখেছেন। শুধু খুলে রাখেননি, বরং দোকানে বসিয়েছেন জমজমাট গল্পের ্আসর। বাজারের শাহিন, সালেহা, আমিনুর, ইব্রাহিম, অশোক, আহগর, বাসুদেব, উত্তমসহ ১৫/১৬টি চা স্টল/দোকান খুলে রেখেছে বলে জানাগেছে। জিজ্ঞাসা করা হলে ব্যবসায়ীরা বলেন, তাদের দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কুল্যা ইউনিয়নের কুল্যা, গুনাকরকাটি, কাদাকাটি বাজারসহ পাশের চা দোকানগুলোও খুলে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, দোকান খুলে রাখা যাবেনা। ইউনিয়ন ট্যাগকমিটি, গ্রাম পুলিশদের দেখার ও রিপোর্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ অমান্য ব্যবস্থা নেওয়া হবে।