আশাশুনিতে কৃমি নাশক সপ্তাহ চলছে

0
419

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কৃমি নাশক সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কার্যক্রম পরিচালনা করছে। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৩৩ জন স্বাস্থ্য সহকারী এই কার্যক্রমের মূল দায়িত্ব পালন করছে। ১০ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাদেরকে সাহায্য করছেন। সার্বিক ব্যবস্থাপনায় আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী। উপজেলার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ হাজার ৯শ’ ৫৮ জন ছাত্রছাত্রীকে কৃমির বড়ি খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।