খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু

0
863

খুলনা ইলাইপুরস্থ আনসার-ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১১টায় ৯০ জন ভিডিপি সদস্যদের ২১ দিন ব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের পরিচালক মোহাঃ আকবর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোল্যা আবু সাইদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্য বিবাহ রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানো এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বেশি করে শেয়ার ক্রয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সদর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইউসুপ আলী মোল্যা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শরিফ, নারায়ন চন্দ্র ও পিসি গোলাম মোস্তফা ৯ আনসার ব্যাটলিয়ন, ইলাইপুর, রুপসা, খুলনা সহ প্রশিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি