আ’লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে কয়রার মামুন

0
242

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে স্থান পেয়েছেন কয়রার কৃতি সন্তান এস এম সাইফুল্লাহ্ আল মামুন। সোমবার (১৫ ফেব্রæয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটি অনুমোদন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং কমিটির সদস্য সচীব বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি। জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা পদাধিকার বলে কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এছাড়াও ৩৭ জনকে সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যে তালিকায় ২য় নম্বরের নামটি এস এম সাইফুল্লাহ আল মামুনের। সাইফুল্লাহ্ আল মামুন গত মেয়াদেও অর্থ ও পরিকল্পনা উপকমিটিতে ছিলেন। তাছাড়া তিনি ২০১২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টীম সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অধীন ‘নির্বাচন সংক্রান্ত লিঁয়াজো ও মনিটরিং উপ-কমিটিরও সদস্য তিনি। উল্লেখ্য যে, তাঁর পিতা সানা ইউনুছুর রহমান ৮০ ও ৯০ দশকে এক যুগেরও বেশী সময় ধরে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।