আমেরিকার উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে সভা

0
301
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
বুধবার বিকেল ৪ টায় মার্কিন দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স ও আমেরিকান সেন্টারের দুই সদস্যের একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন।
উপাচার্য তাদেরকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ সবিশেষ দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মানোন্নয়নে বিদেশি উন্নত অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোলাবারেটিভ কার্যক্রম রয়েছে। আমরা আমেরিকার উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথেও যৌথ উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণে আগ্রহী। তিনি ছাত্র, শিক্ষক, গবেষক একচেঞ্জ প্রোগ্রামসহ কারিকুলা উন্নয়ন ও শিক্ষাদান পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। এর আগে প্রতিনিধিদলের সদস্য মার্কিন দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ইসাবেলি জেসোলডোস এবং আমেরিকান সেন্টারের এডুকেশন ইউএসএ এর পরিচালক মুহাম্মদ সোহেল ইকবাল সে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন বাংলাদেশে ঢাকায় ২টি, চট্টগ্রামে ১টি এবং খুলনায় ১টি আমেরিকান কর্ণার রয়েছে। সেখান থেকে শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ যে কেউ উচ্চশিক্ষার ও গবেষণার সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ ছাড়াও বিভিন্ন বিষয় অবহিত হতে পারেন। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষক, শিক্ষার্থীরা মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপসহ বিভিন্ন স্কলারশিপ এবং উচ্চশিক্ষা-গবেষণার সুযোগ সম্পর্কে জানতে পারেন এবং তা লাভে সচেষ্ট হতে পারেন। এছাড়া আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে স্বতন্ত্রভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমেও এ ধরনের বিভিন্ন সুযোগ গ্রহণ করা যেতে পারে। আমেরিকান সেন্টার সেদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান ও উপাচার্যের সচিব উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।