আমদানী ও রপ্তানী নিয়ন্ত্রণ অধিদপ্তর’র প্রধান নিয়ন্ত্রকের সাথে খুলনা চেম্বারের মতবিনিময়

0
304

খবর বিজ্ঞপ্তি: খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদসহ এতদাঞ্চলের আমদানীকারক ও রপ্তানীকারকবৃন্দের সঙ্গে আমদানী ও রপ্তানী নিয়ন্ত্রণ অধিদপ্তর’র প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) প্রাণেশ রঞ্জন সূত্রধর এর আমদানী ও রপ্তানী অধিদপ্তরের কার্যক্রম এবং অনলাইন লাইসেন্সিং মডিউল সংক্রান্ত মতবিনিময় সভা রবিবার বেলা ১২টায় চেম্বারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা চেম্বার অব কমার্স সভাপতি কাজি আমিনুল হক সভাপতিত্ব করেন। সভায় এতদাঞ্চলের আমদানী-রপ্তানী সংক্রান্ত জটিলতা এবং আমদানী-রপ্তানী নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিরাজমান সমস্যাগুলি উপস্থিত বিশিষ্ট আমদানীকারক, রপ্তানীকারক ও খুলনা চেম্বারের নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। প্রধান অতিথি প্রাণেশ রঞ্জন সূত্রধর বক্তব্যে এতদাঞ্চলের ব্যবসায়ীদের আন্তরিক সহযোগীতার আশ্বাসদানের সাথে সাথে আমদানী ও রপ্তানী অধিদপ্তরের কার্যক্রম এবং অনলাইন লাইসেন্সিং মডিউল সম্পর্কে ধারনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, জোবায়ের আহমেদ খান (জবা), কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ¦ উজ জামান সহ বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন, খুলনা ডিষ্ট্রিক্ট ইম্পোটার্স গ্রুপ এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।