আবারো ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের, অস্বীকৃতি ইরানের

0
315

খুলনাটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্র সম্ভবত আরেকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছেন এক মার্কিন জেনারেল। প্রথম ড্রোন ভূপাতিত করার দাবির পক্ষে এখনও কোনো প্রমাণ না দিতে পারলেও আরেকটি ড্রোন ভূপাতিত করার দাবি করলো যুক্তরাষ্ট্র। তবে, মার্কিন জেনারেল ম্যাককেনজির এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি তারা তাদের কোন ড্রোন ভূপাতিত হওয়ার প্রমাণ পাননি। এদিকে, ইরান হরমুজ প্রণালী নিরাপদ করবে বলে মন্তব্য করেছেন দেশটির উপ- পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালীতে জাহাজ নিয়ে কোন রকমের সংকট সৃষ্টি মেনে নেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হাসান রুহানি বলেছিলেন, ঐতিহাসিকভাবেই এটা প্রমাণিত ইরান সমুদ্র আইন মেনে চলে। হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের ঘটনায় যুক্তরাজ্য ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।