আফগানিস্তানে ১০ বছরে লক্ষাধিক সাধারণ মানুষ নিহত

0
308

খুলনাটাইমস বিদেশ আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান শুরুর প্রায় ১৮ বছর পার হয়ে গেছে। কিন্তু গত দশ বছর ধরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দেশটিতে নিহত মানুষের হিসাব রাখতে শুরু করে। সেই হিসাব অনুযায়ী জানা গেল, গত এক দশকেই মার্কিন-তালেবান উভয় পক্ষের বিভিন্ন হামলা-বিষ্ফোরণে দেশটিতে এক লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। শনিবার এ-সংক্রান্ত প্রকাশিত একটি রিপোর্টেি এই পরিসংখ্যান দেয়া হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা তালেবানের সঙ্গে আফগানিস্তানজুড়ে সহিংসতা কমানোর ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেছি। আগামী ২৯ ফেব্রুয়ারি দোহায় চুক্তি সই হবে।’ ওই প্রতিবেদন অনুযায়ী, গত বছর আফগানিস্তানে ৩ হাজার ৪৯৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ৬ হাজার ৯৮৯ জন। যদিও কিছু মানুষ ইসলামিক স্টেটের (আইএস) দ্বারা আহত কিংবা নিহত হয়েছেন। বাকিরা হতাহত হয়েছেন তালেবান এবং আফগানিস্তান ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের সেনাদের দ্বারা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, মোট সংখ্যার মধ্যে ২১ শতাংশ হতাহত হয়েছেন তালেবানের হাতে। এ ছাড়া আফগান নিরাপত্তা বাহিনীর হাতে এই হতাহতের হার ১৮ শতাংশ। এদিকে ২০১৩ সালের পর গত বছর আফগানিস্তানে সর্বোচ্চ বোমাবর্ষণ করেছে আফগান সরকার সমর্থিত মার্কিন সামরিক বাহিনী। জাতিসংঘ মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামোতো বলেন, ‘প্রায় সব আফগান নাগরিক চলমান এই সহিংসতার শিকার। দীর্ঘদিনের এই লাড়াই থামাতে বর্তমান মুহূর্তটিকে কাজে লাগাতে সব পক্ষকেই এগিয়ে আসতে হবে। সাধারণ এসব মানুষের জীবন বাঁচানো ও তাদের সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’