সাংবাদিককে ধরতে বো’মা থাকার নাটক সাজিয়ে ঘুরিয়ে নেয়া হলো বিমান

0
174

টাইমস বিদেশ : বেলারুশ এর নেক্সটা মিডিয়ার সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচ দেশটির সরকারের কট্টর সমালোচক। আর তাই তাকে গ্রেফতার করতে বিমানে বোমা থাকার নাটক করলো বেলারুশ কর্তৃপক্ষ। জানা গেছে, তাকে গ্রেফতার করতে বেলারুশ কর্তৃপক্ষ গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি ফ্লাইট ঘুরিয়ে নিয়েছে তাদের দেশে। বিমানে বোমা থাকার কথা বলে ফ্লাইটটি ঘুরিয়ে নেয়া হয়। সোমবার নেক্সটা মিডিয়া নেটওয়ার্কের বরাতে বিবিসি জানায়, ফ্লাইটটিতে থাকা রোমান প্রোতাসেভিচকে আটক করা হয়েছে। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, বোমা আতঙ্কে বিমানটিকে রাজধানী মিনস্কে ফিরিয়ে আনা হয়েছে। যদিও সেটিতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। রোববার রায়ান এয়ারের এফআর-৪৯৭৮ ফ্লাইটটি গ্রিসের রাজধানী এথেন্স থেকে লিথুয়ানিয়ার ভিলনিয়াসের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু লিথুয়ানিয়া সীমান্তে প্রবেশের ঠিক আগ মুহূর্তে এটিকে বেলারুশের রাজধানী মিনস্কের দিকে ডাইভার্ট করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে ১৭১ জন যাত্রী ছিলেন। এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানায়, বেলারুশ এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটদের বার্তা পাঠানো হয় যে ফ্লাইটে নিরাপত্তা হুমকিমূলক দ্রব্য রয়েছে। তাই এটিকে নিকটবর্তী মিনস্ক বিমানবন্দরে ঘুরিয়ে নিতে হবে। অবশ্য ফ্লাইটরাডার২৪ এর ওয়েবসাইট থেকে জানা গেছে, ফ্লাইটটি মিনস্কের চেয়ে ভিলনিয়াসের কাছাকাছি বেশি ছিল। এমনকি এটিতে দীর্ঘ পাঁচ ঘণ্টা যাবত তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। পরে ছাড়ার অনুমতি দেওয়া হয়। এদিকে, এ ঘটনায় বেলারুশের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। তারা দেশটির বিরুদ্ধে শাস্তি দাবি করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব ঘটনাটিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে বলেছেন, এই পদক্ষেপের পরিণতি ভালো হবে না। এমনকি ইইউ ও ন্যাটোর হস্তক্ষেপ চেয়েছে রাজনৈতিক নেতারা। সূত্র : বিবিসি