আফগানিস্তানে তীব্র শৈত্যপ্রবাহে ১৭ জনের মৃত্যু

0
262

খুলনাটাইমস বিদেশ : আফগানিস্তানজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। দেশটির কয়েকটি স্থানে ব্যাপক তুষারপাত ও প্রবল বৃষ্টি হচ্ছে। চরম বৈরি এ আবহাওয়ার মধ্যে গত শনিবার কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, তীব্র শীত আফগানিস্তানের জন্য পুরোনো ঘটনা হলেও এ বছর আবহাওয়া আরও চরম আকার ধারণ করেছে। তুষারপাত ও শীতজনিত কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা টিমের মুখপাত্র তামিম আজিমি বলেন, ‘এই দেশে এ রকম চরম শৈত্যপ্রবাহ আশা করিনি আমরা। ভারি তুষারপাতে হতাহতের ঘটনা ঘটছে বলে খবর পাচ্ছি। নির্দিষ্টভাবে মোট কতজন হতাহত হয়েছে এই মুহূর্তে সে তথ্য আমাদের কাছে নেই।’
আবহাওয়া বিভাগের পূর্বাভাস শাখার প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, ‘দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। আগামী সপ্তাহগুলোতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’