আফগানিস্তানের তিনটি প্রদেশে তিন দিনে নিহত অন্তত ২৭ শিশু

0
146

টাইমস ডেস্ক বিদেশ : সরকারি বাহিনী ও তালেবানের যুদ্ধে আফগানিস্তানের তিনটি প্রদেশে তিন দিনে অন্তত ২৭ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এছাড়া তিন দিনে আহত হয়েছে একশ ৩৬ জন শিশু। দেশটির কান্দাহার, খোস্ত ও পাটকিয়া প্রদেশে এসব শিশু হত্যা ও নিহতের সংখ্যা নথিভুক্ত করা হয়। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধে শিশুদের নৃশংসতার মাত্রা দিন দিন বেড়েই চলছে। আফগানিস্তান দীর্ঘ দিন ধরেই শিশুদের জন্য পৃথিবীর অন্যতম বাজে জায়গা কিন্তু গত কয়েক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’ ইউনিসেফ জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘনের বৃদ্ধি দেখে তারা হতবাক। এ ছাড়া তালেবান আন্তর্জাতিক যুদ্ধ বন্ধের আহŸানে সাড়া দিচ্ছেনা বলে অভিযোগ করেছে সংগঠনটি। আফগানিস্তানে তালেবানের উত্থান আরও গতি পেয়েছে। গত শুক্রবার থেকে দেশটির প্রায় ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। আন্তর্জাতিক স¤প্রদায় যুদ্ধ বিরতির আহŸান জানালেও তা উপেক্ষা করছে গোষ্ঠীটি। গত এক মাসের সংঘাতে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি বেসামরিক মানুষ।