আন্তর্জাতিক সহায়তা না পেলে হাজারো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হতে পারে

0
248

টাইমস ডেস্ক  বিদেশ: তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ত্রাণ সহায়তা স্থগিত করায় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটির হাজারো স্বাস্থ্যকেন্দ্র। চলতি সপ্তাহের মধ্যে দেশটির ৯০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রই বন্ধ হয়ে যেতে পারে। সোমবার একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফগানিস্তানে বর্তমানে ২ হাজার ৩শটি স্বাস্থ্যকেন্দ্রে সেবা দেয়া হচ্ছে। জাতিসংঘের আঞ্চলিক জরুরি পরিচালক রিক ব্রেনান রয়টার্সকে জানান, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে ত্রাণ কার্যক্রম স্থগিত রেখেছে অনেক আন্তর্জাতিক দাতা সংস্থা। একারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কাবুল বিমানবন্দরে বর্তমান পরিস্থিতির কারণেও ত্রাণ পাঠাতে বেগ পেতে হচ্ছে। ফলে দেশটিতে করোনাসহ নানাধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে এবং বাড়তে পারে মৃত্যু। স্বাস্থ্যকেন্দ্রগুলোকে চালু রাখতে চলতি সপ্তাহে আফগানিস্তানের ৫শ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও আর্থিক সহায়তা পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, এ পরিস্থিতি এড়াতে সোমবার সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা দেয়ার আহবান জানায় তালেবান। বর্তমানে শুধু মাজার-ই-শরিফ শহরের বিমানবন্দরে উড়োজাহাজে করে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। এ ছাড়া স্থলপথে পাকিস্তান সীমান্ত দিয়েও সহায়তা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে জাতিসংঘ। উড়োজাহাজের মাধ্যমে দেশটিতে সহায়তা পাঠাতে কাতারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে।