আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং অস্ত্র মামলার ও দ্রæত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা

0
171

নিজস্ব প্রতিবেদক:
কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম (সেবা) এঁর সভাপতিত্বে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বিজ্ঞ আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন মামলা, মাদক মামলা এবং অস্ত্র মামলার তদারকি এবং বিচারাধীন মামলার বিচার কার্য ত্বরান্বিত ও দ্রæত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা বুধবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হয়। উক্ত মনিটরিং সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসারদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মনিটরিং সেলের সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শেখ ইমরান-সহ কেএমপি’র জোনাল এসি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।