আকিজের তামাক ব্যবসা কিনছে জাপান টোবাকো

0
2301

আন্তর্জাতিক ডেস্ক:

তামাকজাত পণ্যের মাধ্যমে ব্যবসা শুরু ও দেশের শিল্পগোষ্ঠী হিসেবে উত্থান ঘটলেও এবার সেই তামাকজাত পণ্যের মালিকানা বিক্রি করছে আকিজ গ্রুপ। জাপানের সিগারেট প্রস্তুতকারী কোম্পানি জাপান টোবাকো ইনক প্রায় দেড়শ কোটি মার্কিন ডলারে (বাংলাদেশি ১২ হাজার ৪৩০ কোটি টাকা) বাংলাদেশি এই কোম্পানির সিগারেট উৎপাদন ব্যবসা কিনছে।

দেশীয় বাজারে সিগারেটের ব্যবসা ক্রমান্বয়ে সঙ্কুচিত হওয়ায় এবার বিশ্ব বাজারের দিকে নজর দিয়েছে জাপানি এই কোম্পানি। বিশ্বের তৃতীয় বৃহত্তম সিগারেট উৎপাদনকারী জাপানি এই কোম্পানি গত পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো দেশের বাইরের কোম্পানির সিগারেট উৎপাদন ব্যবসা ক্রয় করলো।

এর আগে গত মার্চে প্রায় ৯০ বিলিয়ন রুবলে (১৪২ কোটি ডলার) রাশিয়ার ডোনস্কোয় তাবাক কোম্পানির সিগারেট ব্যবসার মালিকানা কিনে নেয় জাপান টোবাকো। এরপরই আকিজ গ্রুপের সিগারেট ব্যবসার মালিকানা ১২ হাজার ৪৩০ কোটি টাকায় কিনে নিলো এই কোম্পানি।

সোমবার এক বিবৃতিতে জাপান টোবাকো বলছে, উদীয়মান বাজারে আমাদের প্রসারের চেষ্টা অব্যাহত থাকবে; যা জাপান টোবাকো কোম্পানির গুরুত্বপূর্ণ এক কৌশল। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিগারেট উৎপাদন কোম্পানি আকিজ। দেশের সিগারেট ব্যবসার প্রায় ২০ শতাংশ দখলে রয়েছে তাদের। বিশ্বের অষ্টম বৃহত্তম সিগারেটের বাজার বাংলাদেশ।

জাপান টোবাকো বলছে, বাংলাদেশে নেভি এবং শেইখ সিগারেট উৎপাদনের পাশাপাশি লাভজনক অন্যান্য তামাকজাত পণ্যের ব্যবসা রয়েছে আকিজের। আকিজ গ্রুপের ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানির সিগারেটের এই ব্যবসার অধিগ্রহণ সংক্রান্ত যাবতীয় কাজ চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সম্পন্ন হবে।

তবে সোমবার মালিকানা কিনে নেয়ার ঘোষণা যখন দিয়েছে জাপান টোবাকো তখন কোম্পানিটির শেয়ারে ০.৬ শতাংশ ধস নেমেছে।