কোরিয়ায় দ্বিতীয় জয় ফুটবল দলের

0
397

স্পোর্টস ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ায় অনুশীলনরত বাংলাদেশ ফুটবল দল শেষ প্রস্তুতি ম্যাচে হারিয়েছে চোড্যাং বিশ্ববিদ্যালয়কে। সোমবার মকপো ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৩-১ গোলে। সফরে এটি বাংলাদেশের এটি দ্বিতীয় জয়।

এর আগে ১ আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল গুয়াংজু এএফসির কাছে। ৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারায় শিহান বিশ্ববিদ্যালয় দলকে। সোমবারের জয়ে দক্ষিণ কোরিয়য়া জেমি ডে’র শিষ্যদের প্রস্তুতিটা ভালোই হলো।

তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের গোল করেছেন বিপলু আহমেদ, মতিন মিয়া ও রবিউল হাসান। দ্বিতীয় ম্যাচের গোলদাতা ছিলেন সা’দ উদ্দিন ও সুফিল।

সোমবার ১৭ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন উই চান জং। ৩৯ মিনিটে বিপলু আহমেদের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৭৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মতিন মিয়া। ৮১ মিনিটে ব্যবধান বাড়ান রবিউল হাসান।

ম্যাচের পর দলের প্রধান কোচ জেমি ডে বলেছেন,‘আমাদের খেলোয়াড়রা আগের ম্যাচের চেয়ে ভালো খেলেছে। দিনদিন তারা উন্নতি করছে। এখন আমাদের দলেন ইনজুরি সমস্যা নেই। সবাই ভালো আছে।’

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস সামনে রেখে ফুটবল দল কন্ডিশনিং ক্যাম্প করতে এখন দক্ষিণ কোরিয়ায়। এখান থেকেই ফুটবলাররা চলে যাবেন ইন্দোনেশিয়ায়। এর আগে বাংলাদেশ কাতারে কন্ডিশনিং ক্যাম্প করে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে।