অহেতুক ঘুরলেই জরিমানা করছে বটিয়াঘাটা প্রশাসন

0
521

বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান এপ্রিল মাসে এক সপ্তাহে ১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। যে সব বিষয়ের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে তা হলো, যৌক্তিক কারণ ছাড়া অহেতুক ঘোরাঘুরি করা, আড্ডা দেওয়া, বেশি দামে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয় করা ইত্যাদি।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামানের কাছে জানতে চাইলে; তিনি এ প্রতিবেদককে জানান, জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলামের বাস্তবায়নে এ প্রক্রিয়া অব্যহত আছে এবং অব্যহত থাকবে। আমার এ কাজে সহযোগিতা করছেন সেনা বাহিনীর সদস্য ও থানা পুলিশের ইনচার্জ মোঃ রবিউল কবিরের নেতৃত্বাধীন পুলিশ সদস্যবৃন্দ।